ভারত সেবাশ্রম সঙ্ঘের দেড়িয়াপাড়া আশ্রমের স্বামী বৌধমিত্রানন্দজী মহারাজ আদিবাসী নারী-পুরুষের মধ্যে শাড়ি, কাপড়, কম্বল, জুতা এবং অন্যান্য জিনিসপত্র বিতরণ করছেন। ভগবান বিরসামুন্ডা জন্ম জয়ন্তী উপলক্ষে জনজাতিয় গৌরব দিবস নিমিত্তে ২৫০০ জন আদিবাসী গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র বিতরণ করছেন।